করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যেও এলন মাস্কের সম্পদ বাড়ছে দ্রুতগতিতে। এক রাতের ব্যবধানে ১২শ’ কোটি ডলার আয়ের রেকর্ডও করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে তার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
করোনায় বিশ্বের বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান করেছে বাজিমাত। সবচেয়ে দ্রুতগতিতে ব্যবসা ও সম্পদ বৃদ্ধি পেয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানের মধ্যে এলন মাস্কের মালিকানাধীন টেসলা ও স্পেস এক্সও আছে।
পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরি করা টেসলার এক বছরের ব্যবধানে শেয়ারের দাম বেড়েছে ৭০০ শতাংশ। টানা পাঁচ প্রান্তিকে মুনাফায় প্রবৃদ্ধি থাকায় টেসলা যুক্তরাষ্ট্রের পুজিবাজারের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের তালিকা এস অ্যান্ড পি৫০০ এ স্থানে এখন।
মার্কিন পুঁজিবাজার কর্তৃপক্ষ টেসলা কে এস অ্যান্ড পি-৫০০ তে যুক্ত করার ঘোষণা দেওয়া পর থেকেই হু হু করে বাড়ে শেয়ারটির দাম। একরাতের ব্যবধানে এলন মাস্কের সম্পদ বাড়ে ১ হাজার ২০০ কোটি ডলার। কারণ, এলন মাস্ক টেসলার সিইও হিসেবে বেতন নেন না, বরং শেয়ারের মালিকানাকে গুরুত্ব দিয়েছেন।
নভেম্বরের মাঝামাঝি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে আসেন এলন মাস্ক। বর্তমানে টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক মাইক্রোসফটের মালিক বিলগেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর আসনে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ