কোভিড-১৯ মহামারীর জেরে অনেকেই তাদের বিয়ে পিছিয়ে দিয়েছেন। আবার একাংশ খুব ছোট করে, ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। কিন্তু টেঙ্গকু মোহম্মদ হাফিজ এবং ওশানে অ্যালাজিয়া নিজেদের বিয়েতে ১০০০ অতিথিদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেন এবং সব কোভিড-১৯ বিধি মেনেই।
ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পুত্রাজায়াতে। মালয়েশিয়ার প্রভাবশালী রাজনীতিক তথা মন্ত্রিসভার সাবেক সদস্য টেঙ্গকু আদনানের ছেলে হাফিজ এবং তার নব পরিণীতা ওশানে স্থানীয় সময় গত রবিবার সকালে গিয়ে বসেন একটি সরকারি ভবনের বারান্দায়। এবং তারপর সব অতিথিরা তাদের গাড়ির খোলা জানলা দিয়ে নবদম্পতির দিকে তাকিয়ে হাত নাড়তে নাড়তে গাড়ি চালিয়ে যান।
মোট তিন ঘণ্টা লেগেছিল ১০০০০ অতিথিদের ড্রাইভ-ইনে। ছেলের বিয়ের এই অভিনব অনুষ্ঠানের কথা নিজের ফেসবুক পেজে পোস্ট করে সব অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন আদনান। শুধু নীরস ড্রাইভ-ইন নয়, এলাকা ছেড়ে চলে যাওয়ার আগে শেষ প্রান্তে থাকা খাবারের স্টল থেকে প্যাকেট করা বিয়ের ভোজও তুলেছেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ