মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ আছে আর মাত্র ১১ দিন। কিন্তু এর মধ্যেই তাকে অভিসংশনের পরিকল্পনা করছে ডেমোক্রেটরা। আগামী সোমবার এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হতে পারে।
আগামী ২০ জানুয়ারি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হবে। একইদিন ক্ষমতাগ্রহণ করবেন ডেমোক্রেট দলের জো বাইডেন। বাইডেনের ইলেক্টরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করতে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সেটিকে ঘিরে হাজার হাজার উগ্র ট্রাম্প সমর্থক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংসদ ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়ে তাণ্ডব চালান। তাতে প্রাণ হারিয়েছেন ৫ জন।
ওই ঘটনার পর মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্প এখনই পদত্যাগ না করলে আমরা অভিসংশনের উদ্যোগ নেব।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য বলেছেন, আমরা ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবো। ট্রাম্পের ব্যাপারে কী করা হবে তার সিদ্ধান্ত নেবে কংগ্রেস।
বিডি প্রতিদিন/ফারজানা