ভারত নিয়ন্ত্রিত জম্মুর ভজন গান্ধী নগরে শুরু হয়েছে ২৪তম জাতীয় যুব উৎসব। শুক্রবার থেকে উপস্থিত ও ভার্চুয়াল দুই মাধ্যমে রাজ্য স্তরের অংশগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের যুব পরিষেবা ও ক্রীড়া মহাপরিচালক ডঃ সলিম-উর-রেহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান কর্মসূচিতে রয়েছে, লোক নৃত্য, লোকসঙ্গীত, শাস্ত্রীয় উপকরণ, কথক, ভারতনাট্যম, চিত্রকর্ম, শাস্ত্রীয় একক, থিয়েটার নাটক, ভিজ্যুয়াল আর্টিস্টস, এক্সপ্রেশন আর্টস এবং যোগব্যায়াম।
এ ছাড়া কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেওয়া গাইডলাইন অনুসারে, তবলা, সন্তুর, বাঁশি, গিটার এবং ফোক গানের মতো বাদ্যযন্ত্র গুলো স্থানীয় ঐতিহ্যবাহী পোশাকে রেকর্ড করা হয়েছে। এগুলো পরিবেশনের জন্য মন্ত্রণালয়ের দেওয়া মাইক্রো লিঙ্কে আপলোড করা হবে।
সূত্র: ইন্ডিয়া ব্লুমস্।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ