ধর্মবিরোধী কাজকর্মের অভিযোগে পাকিস্তানে ফের মৃত্যুদণ্ড হল তিন ব্যক্তির। আরও একজনকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। শুক্রবার এই রায় দিয়েছেন পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত সন্ত্রাসবাদ বিরোধী আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল রানা নৌমান রাফাকত, আবদুল ওয়াহিদ ও নাসির আহমেদ। আর ১০ বছরের কারাদণ্ড হয়েছে আনোয়ার আহমেদ নামে একজন অধ্যাপকের, তাকে এক লক্ষ পাকিস্তানি রুপিও জরিমানা করা হয়েছে।
জানা গেছে, রানা নৌমান রাফাকত ও আবদুল ওয়াহিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ধর্ম অবমাননার অভিযোগ ছিল। আর নাসিরের নামে ছিল ধর্মবিরোধী ভিডিও ইউটিউবে আপলোড করার অভিযোগ।
অন্যদিকে, ইসলামাবাদের একটি কলেজের উর্দুর অধ্যাপক আনোয়ার আহমেদ কলেজে পড়ানোর সময় ধর্মবিরোধী কথা বলেছিলেন। এর জেরে তাদের নামে মামলা হয়। সূত্র : ডন।
বিডি-প্রতিদিন/শফিক