ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ক্যালিফোর্নিয়ার সিনেটর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে কমলা হ্যারিসকে। স্থানীয় সময় ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। পরে নতুন তিন সিনেটরকে শপথ পড়িয়েছেন। এ তিন জন হলেন জর্জিয়া থেকে নবনির্বাচিত দুই ডেমোক্রেট সিনেটর রাফায়েল ওয়ারনোক, জন অসোফ এবং সিনেটর কমলা হ্যারিসের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনে মনোনীত অ্যালেক্স পাডিলা।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংসদে বসে সিনেটর পদ থেকে নিজের পদত্যাগের খবরটি নিজেকেই পড়তে হয়েছে কমলাকে। এতে তিনি হেসে ফেলেন। বেশ খানিক্ষণ হেসে তিনি বলেন, কিছুটা অদ্ভূত লাগছে।
কমলা হ্যারিস পরে রাফায়েল ওয়ারনোক, জন অসোফ এবং অ্যালেক্স পাডিলাকে তার ডেস্কের সামনে ডেকে শপথ পড়ান।
বিডি প্রতিদিন/ফারজানা