ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর সৌদি আগ্রাসনের নিন্দা না জানিয়ে ইয়েমেনিদের প্রতিশোধমূলক পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সরকার। সৌদি আরবের একটি বিমানবন্দরে সম্প্রতি ইয়েমেনের ড্রোন হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র এমনই প্রতিক্রিয়া জানায়। খবর পার্সটুডের।
বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ এই হামলার নিন্দা করে বলে, ‘ইয়েমেনিরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।’ এর আগে, সৌদির দক্ষিণাঞ্চলীয় আল-আসির প্রদেশের আবহা বিমানবন্দরে বুধবার ড্রোন হামলা চালায় ইয়েমেন সেনাবাহিনী। এই হামলায় বিমানবন্দর বেশ ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির ওপর কঠোর অবরোধও জারি রেখেছে। আর এই জোটকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতদিন সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল।
বিডি-প্রতিদিন/শফিক