যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে ৬ জানুয়ারি সংগঠিত তাণ্ডবের ঘটনায় সিনেটে অভিসংশন করা যায়নি ডোনাল্ড ট্রাম্পকে। এবার এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে এক পুলিশ সদস্যসহ সেদিন প্রাণ হারিয়েছিলেন ৫ জন। এ অভিযোগে মার্কিন কংগ্রেসের নিমকক্ষ প্রতিনিধি পরিষদে অভিসংশিত হন ট্রাম্প। কিন্তু উচ্চকক্ষ সিনেটে অভিসংশনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট না পড়ায় বেঁচে যান ট্রাম্প।
স্পিকার পেলোসি বলেছেন, কীভাবে সেদিন তাণ্ডবের ঘটনা ঘটেছে আমাদের সে সত্য উদঘাটিত করতে হবে।
মার্কিন আইনপ্রণেতাদের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও পেন্টাগনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার তদন্ত যেভাবে করা হয়েছিল সেভাবে কাজ করবে এ কমিশন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা