৪ মার্চ, ২০২১ ১৭:১০

অ্যামাজনের বিরুদ্ধে হিটলারের গোঁফ চুরির অভিযোগ, অতঃপর..!

অনলাইন ডেস্ক

অ্যামাজনের বিরুদ্ধে হিটলারের গোঁফ চুরির অভিযোগ, অতঃপর..!

অ্যামাজনের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারের 'গোঁফচুরি'-র অভিযোগ নিয়ে সমালোচনার পর 'বিতর্কিত' সেই আইকন সরিয়ে নিল সংস্থাটি। জানা গেছে, এর মধ্য দিয়ে গেল ৫ বছরে এই প্রথমবার আইকন পরিবর্তন করল অ্যামাজন। খবর এই সময়ের।

এর আগে সংস্থাটির আইকন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের শুরু হয়। অভিযোগ ছিল, অ্যামাজনের এই আইকন হুবহু মিলে যাচ্ছে অ্যাডলফ হিটলারের গোঁফ। আর সেই বিতর্কের জেরেই শেষমেশ আইকন বদলাতে বাধ্য হয় তারা।

এদিকে এই বিতর্ক কাটিয়ে অ্যামাজনের মুখপাত্র বলছেন, গ্রাহককে আনন্দ দিতে আমরা সব সময়ই নতুনত্ব নিয়ে আসি। মোবাইল ফোন থেকে অ্যামাজন অ্যাপে গিয়ে যখন গ্রাহকেরা কিছু কেনাকাটি করেন, তখন তাদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যায়। সেই দিকটা মাথায় রেখেই এই নতুন আইকন নিয়ে হাজির হয়েছি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর