যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৯ মার্চ) চূড়ান্ত করা হয়েছে ১২ সদস্যের বিচারক প্যানেল। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের বিচারের শুনানি। এর আগে বিচারক প্যানেল নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়।
সোমবার এ তথ্য ছড়িয়ে পড়ার পর ফ্লয়েডের হত্যাকারীর সর্বোচ্চ সাজার দাবিতে মিনিয়াপোলিসে বিক্ষোভ করেন বর্ণবাদবিরোধী আন্দোলকারীরা। আবারো রাজপথে নামেন যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মিনিয়াপোলিসের আদালত ভবনের বাইরে বিক্ষোভ করেন তারা। তবে বিচারকাজে বিলম্ব হলেও স্বচ্ছ এবং সঠিক বিচার পাওয়ার আশা করেন ফ্লয়েডের স্বজনরা।
বিডি প্রতিদিন/হিমেল