আবারও মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন। ক্রাইস্টচার্চে ২০১৯ সালে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫১ জন মুসলিমকে নৃশংসভাবে হত্যার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে এক আবেগঘন স্মরণসভায় বক্তব্য রেখেছেন তিনি। এসময় তিনি বলেছেন, মুসলিম সম্প্রদায়কে সমর্থন দেয়ার দায়িত্ব আছে তার দেশের।
দু’বছর আগে ১৫ মার্চ দুটি মসজিদে শুক্রবারে জুমার নামাজ আদায়কালে সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট গুলি করে হত্যা করে বাংলাদেশিসহ কমপক্ষে ৫১ জন মুসলিমকে। এ ঘটনায় প্রধানমন্ত্রী আরডেন সেদিন দ্রুত মুসলিমদের কাছে ছুটে যান। তাদের রীতি অনুসরণ করে তাদেরকে সান্তনা দেন। বুকে জড়িয়ে নেন ক্রন্দনরত মানুষকে।
তার ওই সময়ের ভূমিকা সারা পৃথিবীতে ব্যাপক প্রশংসিত হয়। ওই হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন তেমেল আতাকোকুগু। তার মুখে, হাতে, পায়ে ৯টি গুলি করা হয়েছিল। ভাগ্যক্রমে তিনি বেঁচে আছেন। স্মরণসভায় তিনি কেঁদেছেন। তিনি সেদিনের কথা বর্ণনা করেন। এক পর্যায়ে ঘটনার বর্ণনা দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত