আর্মেনিয়ায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে থাকা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এ ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।
গত বছর প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর থেকে তিনি চাপের মুখে পড়েন। তার পদত্যাগের দাবিতে আর্মেনিয়ায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
ফেসবুকে দেয়া এক পোস্টে পাশিনিয়ান জানিয়েছেন, আগামী ২০ জুন আর্মেনিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, আর্মেনিয়ার বিরোধীদলগুলো ও প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর আগাম নির্বাচনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাশিনিয়ান আরো বলেন, চলমান রাজনৈতিক সংকট কাটানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আগাম নির্বাচন অনুষ্ঠান।
গত নভেম্বর মাসে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চুক্তিতে সই করার পর থেকে আর্মেনিয়ার জনগণের বিরাট অংশ পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে মাঠে নামে।
ছয় সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার হাজার হাজার মানুষ নিহত ও নাগার্নো-কারাবাখ অঞ্চল আজারবাইজানকে ফেরত দিতে হয়েছে। পাশিনিয়ান দাবি করে আসছেন, আরো বড় ক্ষতি ঠেকাতে তিনি যুদ্ধবিরতির চুক্তি করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন