১০ এপ্রিল, ২০২১ ২৩:৫৫

জাপানের জাতীয় ছুটিতে ভারত-ফিলিপাইন সফর করবেন সুগা!

অনলাইন ডেস্ক

জাপানের জাতীয় ছুটিতে ভারত-ফিলিপাইন সফর করবেন সুগা!

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা চীনের সঙ্গে আঞ্চলিক বিরোধ রয়েছে এমন দুটি দেশ সফরে যাচ্ছেন। এপ্রিলের শেষে জাপানের জাতীয় ছুটির সময় ভারত সফর এবং সম্ভবত ফিলিপাইন সফরে যেতে পারেন জাপানের প্রধানমন্ত্রী। দেশটির স্থানীয় গণমাধ্যম আসাহি শিম্বুন এ তথ্য জানিয়েছে।

বেশ কয়েকটি সরকারি সূত্রের বরাত দিয়ে আসাহি শিম্বুন বলছে, ওই দুই সফরে সুগা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মধ্যে শীর্ষ বৈঠক হবে। এর আগে চলতি বছরের মার্চ মাসে ফোনে কথা বলা সময় 'কোয়াড নেশনস'-এর (জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারত) সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত হন সুগা ও মোদি।  

মার্চে কোয়াড বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। বিবৃতি চীনের নাম উল্লেখ না করে বলা হয়, চারটি দেশ মুক্ত, আইনসম্মত নির্দেশনা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা রক্ষায় ও সমৃদ্ধি অর্জনে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং এর বাইরের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে যার আন্তর্জাতিক আইনের ভিত্তি রয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর