শিরোনাম
১৮ এপ্রিল, ২০২১ ০৯:২৫

কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন নাভালনি, আশঙ্কা চিকিৎসকদের

অনলাইন ডেস্ক

কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন নাভালনি, আশঙ্কা চিকিৎসকদের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। নাভালনির রক্ত পরীক্ষায় দেখা গেছে, যে কোনো মুহূর্তে তার কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা কিডনি ফেলিওরের ঝুঁকি আছে।

সুচিকিৎসার দাবিতে ১৮ দিন ধরে অনশন করছেন নাভালনি। তার ব্যক্তিগত চিকিৎসকসহ চারজন ফিজিশিয়ান কারাগার কর্তৃপক্ষকে চিঠিতে জানিয়েছেন, এখনই নাভালনির স্বাস্থ্যের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। চিঠিতে নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাস্তাসিয়া বাসিলিয়েভা বলেছেন, তার শরীরে পটাশিয়ামের মাত্রা ঝুঁকিপূর্ণ মাত্রায় চলে গেছে।

গত বছরের আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়, তখন চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল জার্মানিতে। সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেফতার হন অ্যালেক্সেই নাভালনি। ২০১৪ সালে জালিয়াতির মামলায় হওয়া সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর