যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছে তুরস্কের জনগণ। সেদেশে অবস্থিত ইঞ্জার্লিক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর তৎপরতা বন্ধের দাবি জানা হয়েছে।
প্রতিদিনই নতুন নতুন দল ও সংগঠন যুক্ত হচ্ছে প্রতিবাদকারীদের কাতারে শামিল হচ্ছেন বলে জানা গেছে। এর ফলে আরও কিছু দিন মার্কিনবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত থাকবে। এমনকি আদানায় ইঞ্জার্লিক বিমানঘাঁটির সামনেও সমাবেশ করেছে স্থানীয় জনগণ।
উল্লেখ্য, আমেরিকার ইঞ্জার্লিক বিমানঘাঁটিটি তুরস্কের আদানা শহরে অবস্থিত। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তুরস্কের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক