পাকিস্তানের ভাইওয়ালা গ্রামের বাসিন্দা তাহির তানভীরের অভিযোগ, গত ৬ ফেব্রুয়ারি ভাইওয়ালা পোস্টের কয়েকজন পুলিশ তার ছেলে শান হায়দারকে নির্যাতন করে গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে তার ছেলের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ২১ মার্চ তার মৃত্যু হয়।
তাহির তানভীরের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত পুলিশদের অপকর্মের সত্যতা পাওয়া যায়। এরপরই সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ৩২২ ধারায় মামলা করা হয়েছিল।
বিডি প্রতিদিন / অন্তরা কবির