১১ মে, ২০২১ ১৭:৩৫

গাজায় হামলায় নিহত ২৬, ইসরায়েলের নিন্দায় মুখর অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক

গাজায় হামলায় নিহত ২৬,  ইসরায়েলের নিন্দায় মুখর অ্যামনেস্টি

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ এ। গাজায় “অযৌক্তিক এবং অতিরিক্ত শক্তি” প্রয়োগ করায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী বারবার আল-আকসা মসজিদে সহিংস অভিযানের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অপরিকল্পিত এবং বেআইনিভাবে শক্তি মোতায়েন করেছে এবং শেখ জারারাহ-তে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অকারণে হামলা চালিয়েছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্যের উপ-পরিচালক সালেহ হিগাজি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যেতে দেওয়া যাবে না। ফিলিস্তিনিরা কেবল তাদের অস্তিত্ব ও অধিকার টিকিয়ে রাখতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে এবং তাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর