১২ মে, ২০২১ ১৮:০৮

রকেট হামলায় ভয়ে ওয়্যারড্রোবে লুকালেন ইসরায়েলি নারী

অনলাইন ডেস্ক

রকেট হামলায় ভয়ে ওয়্যারড্রোবে লুকালেন ইসরায়েলি নারী

প্রতীকী ছবি

গাজা ভূখন্ডের একটি বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলার পর তেল আবিবে অন্তত ১৩০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। এদিকে লোড শহরে ইসরায়েলি আরবদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইসরায়েলি ওই শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জানা গেছে, হামাসের রকেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের আশকেলন নগরী। হামাসের সামরিক শাখা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা এই নগরীকে 'দোজখে' পরিণত করে দেবে। তাদের এই হুঁশিয়ারিতে বেশ আতঙ্কে পড়ে গেছে আশকেলনের লোকজন।

হামাসের রকেট এই নগরীর কয়েকটি ভবনে সরাসরি আঘাত হেনেছে, নিহত হয়েছে দুই নারী। এছাড়া চিকিৎসার জন্য বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। এক নারী তার ভবনে রকেট নিক্ষেপের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি ভয়ে তার ওয়্যারড্রোবে লুকিয়েছিলেন।

হামাস বলছে, 'শত্রুরা আবাসিক এলাকায় হামলা করার পাল্টা জবাব দিতে' তারা তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় রকেট নিক্ষেপ করেছে। তেল আবিব থেকে পাওয়া ভিডিও ফুটেজে রাতের আকাশে রকেটের ঝলকানি দেখা গেছে। সূত্র : বিবিসি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর