১৫ জুন, ২০২১ ০২:১৩

ভারতে স্বর্ণের বাজারে টানা দরপতন

অনলাইন ডেস্ক

ভারতে স্বর্ণের বাজারে টানা দরপতন

ফাইল ছবি

ভারতে টানা দু’দিন স্বর্ণের বাজারে টানা দরপতন  দেখা গেল। গতকাল সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮,৫৮৮ রুপি। একইরকমভাবে কমেছে রুপার দর। এমসিএক্স সূচকে এক কেজি সিলভার ফিউচার্সের দাম ০.৬ শতাংশ হ্রায় পেয়ে হয়েছে ৭১,৭৮৪ রুপি। এর আগের দিন রবিবারও স্বর্ণ ও রুপার দাম কমতির দিকে ছিলো।

জানা গেছে, বিশ্ব বাজারের দুর্বল দামের রেশ ধরে ভারতীয় বাজারে ধাক্কা খেয়েছে স্বর্ণ। বিশ্ব বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। আপাতত রেকর্ড দরের তুলনায় ৭,৬০০ রুপির মতো কম আছে স্বর্ণ। আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৬৪.৫৮ ডলার। বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী ডলারের প্রভাব পড়েছে স্বর্ণের দামে। সেইসঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের নীতি সংক্রান্ত বৈঠকের আগে লগ্নিকারীরা সতর্কভাবে পা ফেলেছেন। 

সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর