২২ জুন, ২০২১ ০১:২৩

পরমাণু আলোচনা মুলতুবির খবর নাকচ করল ইরান

অনলাইন ডেস্ক

পরমাণু আলোচনা মুলতুবির খবর নাকচ করল ইরান

ফাইল ছবি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, তাদের নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা স্থগিত রাখা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়।

সোমবার ইরানি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে চলমান আলোচনা স্থগিত রাখা নিয়ে নানা ধরনের জল্পনা রয়েছে। এ সমস্ত রিপোর্টের কোনটিই নিশ্চিত নয় এবং বাস্তবতার কাছেও নেই।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, ইরানের নীতি অনুসারে তেহরানের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা স্থগিত রাখার কারণ নেই। এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নীতি যা পরমাণু আলোচনার প্রতিনিধিদল অনুসরণ করছে। 

সাঈদ খাতিবজাদে বলেন, ভিয়েনায় যে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে সেটিই হতে পারে ইরান ও অন্য পক্ষগুলোর মধ্যকার শেষ আলোচনা। এই সংলাপে যা বাকি আছে তা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত হয় তাহলে আমরা আশা করতে পারি যে, আমরা শেষ দফার আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর