তালেবান অস্ত্রধারীদের সঙ্গে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সরকারি সেনাদের যুদ্ধ তীব্র আকার ধারন করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় ১২ হাজার মানুষ। জানা গেছে, আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রদেশের বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দু’পাশে তাবু খাটিয়ে বাস্তুহারা মানুষেরা অবস্থান নিয়েছে। উদ্বাস্তুতে পরিণত হওয়া এসব মানুষ খাদ্য ও অন্যান্য ত্রাণের অভাবে কষ্ট পাচ্ছে। তালেবান এরইমধ্যে কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও রাজধানী শহর রক্ষা করার জন্য সরকারি সেনাবাহিনীর পাশাপাশি গণস্বেচ্ছাসেবী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক