চলমান মহামারীর মধ্যে নিউজিল্যান্ডের সীমান্ত চলতি বছরের শেষ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরে সীমান্ত খুলে দেওয়া হবে। একই সঙ্গে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন মুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। খবর বিবিসির।
এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তিনি বলেছেন, করোনার সংক্রমণ কমাতে এবং অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে এই পদক্ষেপই সর্বোত্তম। চলতি বছরের মধ্যেই জনসাধারণকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটিতে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত মোট ২ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৪৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৬ জনের।
বিডি-প্রতিদিন/শফিক