আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে প্রথম আনুষ্ঠানিক আলোচনা করেছে ভারত। এবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান।
শুক্রবার তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তালেবান প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ।
এক টুইট বার্তায় তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সুহাইল শাহিন আরও বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন