আগামী ৬ সেপ্টেম্বর থেকে ফিলিপাইন বাংলাদেশসহ দশ দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মহামারী করোনার বিস্তার ঠেকাতে দেশটির সরকার এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ম্যানিলা টাইমস।
বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লোকজন আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশটিতে যেতে পারবেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট এই নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়েছিল ফিলিপাইন। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২০ হাজার ৭৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে আরও ১৮৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে দেশে মৃত্যু দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬২ জনে আর শনাক্ত ছাড়িয়েছে ২০ লাখ ৬১ হাজারেরও বেশি।
বিডি-প্রতিদিন/শফিক