অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সার্ফিং সমুদ্র সৈকতে হাঙ্গর কামড়ানোর পর রবিবার একজন সার্ফার মারা যান। সিডনি থেকে ৫৫০ কিমি (৩৪২ মাইল) উত্তরে এমারাল্ড বিচে এই ঘটনাটি ঘটে। প্যারামেডিক্স পরিষেবা থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স তার টুইটার অ্যাকাউন্টে জানায়, প্রত্যক্ষদর্শী, প্যারামেডিক্স এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলোর সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও রোগী ঘটনাস্থলে মারা যায়। হাঙরের কামড় তার বাহুতে লেগেছিল বলে ধারণা করা হচ্ছে।
কফস হারবার লাইফগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কফস হারবার থেকে প্রায় ২০ কিমি (১২ মাইল) উত্তরে সমুদ্র সৈকতটি বন্ধ করে দেওয়া হয়েছে। সৈকতের আশেপাশে জনসাধারণকে ভিড় এড়াতে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ