১৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৩

এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

এবার ট্রেন থেকে নিক্ষেপ করা যায় এমন একটি মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বুধবার এ পরীক্ষা চালানো হয় বলে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। কিমের দেশটি ট্রেনের মাধ্যমে স্থানান্তরে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে আনলো। খবর রয়টার্স এর।

জানা গেছে, দেশের জন্য হুমকি এবং শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এর আগে, উত্তর কোরিয়ার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটি। 

পরীক্ষা চালানো সময় হাজির ছিলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ যেটি পারমাণবিক অস্ত্রধর না হয়েও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। কিমের দেশ এর কয়েক ঘণ্টা আগে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর