১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫৪

পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী

পদত্যাগের ঘোষণার পর বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাগ

আফগানিস্তানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের উদ্ধারে দেরি হওয়ায় পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে, পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। এতে অনাস্থার পক্ষে ৭৮টি ও বিপক্ষে ৭২টি ভোট পড়ে। এরপর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। 

পার্লামেন্টে ভোটাভুটিতে অধিকাংশ সদস্য মনে করেন, তাদের নাগরিক ও যেসব আফগান সহায়তা করেছে তাদের উদ্ধার করতে দেরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন সিগরিড কাগ। 

অবশ্য খোদ সিগরিড কাগ স্বীকার করেছেন যে, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল। সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারেনি। 

এ বছরের মে মাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সিগরিড কাগ। এর আগে তিনি বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ছিলেন।  

তার পদত্যাগে বিরাট ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। 

সূত্র : আল-জাজিরা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর