২২ অক্টোবর, ২০২১ ১৭:২২

তুরস্কের সেই অত্যাধুনিক ড্রোন পাচ্ছে এশিয়ার যে মুসলিম দেশ

অনলাইন ডেস্ক

তুরস্কের সেই অত্যাধুনিক ড্রোন পাচ্ছে এশিয়ার যে মুসলিম দেশ

বায়রাক্তার টিবি-২ ড্রোন

বিশ্বের মধ্যে অন্যতম সেরা ‘অ্যাটাক ড্রোন’ বায়রাক্তার টিবি-২। তুরস্কের এই অত্যাধুনিক ড্রোন পেতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তান। 

বৃহস্পতিবার কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ এ তথ্য জানান। 

কামচিবেক তাশিয়েভ বলেন, কিরগিজস্তান তুরস্কের ড্রোনের চালান শিগগির পেতে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে বায়রাক্তার টিবি-২ (ট্যাকটিকেল ব্লক ২) ড্রোনের অর্ডার দিয়েছি।

তিনি আরও বলেন, সামান্য কিছু দেশ তুরস্কের এ ড্রোন হাতে পেয়েছে। আমাদের দেশও সেসব সীমিত সংখ্যক দেশের একটি হতে যাচ্ছে।

২০১৪ সালে বায়রাক্তার টিবি-২ ড্রোনের ব্যবহার শুরু করে তুরস্ক। এ ড্রোন বর্তমানে ইউক্রেন, কাতার ও আজারবাইজান ব্যবহার করছে।

তুরস্কের তৈরি ড্রোন বায়রাক্তার টিবি-২ বুদ্ধিমত্তা, নজরদারি, আকাশে বেশিক্ষণ উড়া ও হামলার অভিযানে অংশ নিতে সক্ষম। এই ড্রোন আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে নাগরনো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে ব্যাপক সাফল্য এনে দেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর