মালয়েশিয়ার সরকারি ব্যবসা প্রতিষ্ঠানে কমপক্ষে একজন নারী পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশনা কার্যকর করতে হবে ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে। অন্য সব প্রতিষ্ঠানে এটি কার্যকর করার সময়সীমা ২০২৩ সালের ১ জুন।
শুক্রবার আগামী বছরের জন্য জাতীয় ব্যয় পরিকল্পনা প্রকাশ করেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী জাফরুল আবদুল আজিজ। তখন তিনি এমন ঘোষণা দেন। পরিচালনা বোর্ডে বৈচিত্র্য থাকলে তা ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণসহ নানা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। সে জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জাফরুল আবদুল আজিজ জানান, দেশের অর্থনীতিতে নারীর অবদান নিয়ে কখনো প্রশ্ন তোলার অবকাশ ছিল না। এখন এ বিষয়টিকেও আরও জোরদার করতে হবে।
তবে অনেকেই সরকারের এমন সিদ্ধান্তে খুব একটা উচ্ছ্বসিত নন। ওমেন্স সেন্টার ফর চেঞ্জ-এর প্রোগ্রাম পরিচালক ক্যারেন লাইয়ের মতে, দেশের ৭০ জন মন্ত্রীর মধ্যে নারী আছেন মাত্র ৯ জন। পার্লামেন্ট এবং রাজ্য পরিষদগুলোতে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে। এসবেও পরিবর্তন আনতে হবে কারণ তা মানুষকে প্রভাবিত করে।
বিডি প্রতিদিন/ফারজানা