৩০ নভেম্বর, ২০২১ ০১:১৪

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্র জেসিপিওএ’র টিকেট পাবে : ইরান

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্র জেসিপিওএ’র টিকেট পাবে : ইরান

সাঈদ খাতিবজাদে

ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আবার ফিরতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, একমাত্র শর্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাতেই কেবল আমেরিকা জেসিপিওএ’র টিকেট পাবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতার ভাগ্য নির্ধারেণের জন্য আন্তরিক ও দৃঢ় প্রত্যয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে।  

খাতিবজাদে বলেন, আমেরিকা যদি দৃঢ়সংকল্প নিয়ে ভিয়েনা আলোচনায় আসে তবেই কেবল পরমাণু সমঝোতা সঠিক পথে ফিরতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা পরমাণু সমঝোতায় ফেরার টিকেট পাবে, অন্যথায় ওয়াশিংটন টেবিলের বাইরে থাকবে। আজ আরও পরে ভিয়েনায় এ আলোচনা শুরুর কথা রয়েছে।  

ইরানি মুখপাত্র বিরোধীপক্ষকে সতর্ক করে বলেন, কার্যকর আলোচনায় বসুন কারণ আলোচনার জানালা চিরকাল খোলা থাকবে না।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর