৮ ডিসেম্বর, ২০২১ ১৬:১৮

হেলিকপ্টার বিধ্বস্ত : হাসপাতালে নেওয়া হলো অগ্নিদগ্ধ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার বিধ্বস্ত : হাসপাতালে নেওয়া হলো অগ্নিদগ্ধ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানকে

বিপিন রাওয়াত

ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলেও তিনি জীবিত রয়েছেন। তবে এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকাও। তার জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বিপিন রাওয়াতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। 

এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর