৯ ডিসেম্বর, ২০২১ ১১:২১

খাশোগি হত্যাকাণ্ড: ভুল ব্যক্তিকে গ্রেফতারের পর ছেড়ে দিলো ফ্রান্স

অনলাইন ডেস্ক

খাশোগি হত্যাকাণ্ড: ভুল ব্যক্তিকে গ্রেফতারের পর ছেড়ে দিলো ফ্রান্স

জামাল খাশোগি

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক সৌদি নাগরিককে গ্রেফতার করে ফরাসি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার খালিদ আল-ওতাইবি নামের পাসপোর্টধারী ওই ব্যক্তিকে প্যারিসের প্রধান বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

তবে সঠিক ব্যক্তিকে গ্রেফতার না করায় ওই সৌদি নাগরিককে ছেড়ে দিয়েছে ফ্রান্স। তুরস্কের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানায় থাকা ব্যক্তি ও গ্রেফতারকৃত ব্যক্তি যে এক না, তা জানতে পারার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্রান্সে অবস্থিত সৌদি দূতাবাস জানায়, ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) প্যারিসের প্রধান প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, গভীরভাবে পরিচয় যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিলো তিনি আসলে গ্রেফতারকৃত ব্যক্তি নন। তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজ পরিবারের সম্মুখসারির সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন। ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিক ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলে অবস্থিত সৌদি দূতাবাসের ভেতর হত্যাকাণ্ডের শিকার হন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর