২৬ জানুয়ারি, ২০২২ ১৭:১০

'প্রাচ্যও নয় পাশ্চাত্যও নয়' নীতিতে ইরান অটল

অনলাইন ডেস্ক

'প্রাচ্যও নয় পাশ্চাত্যও নয়' নীতিতে ইরান অটল

স্বাধীনতা ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরান 'প্রাচ্যও নয় এবং পাশ্চাত্যও নয়'-এই নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত 'ইরান ও প্রতিবেশী' শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেছেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, 'আমরা সুস্পষ্টভাবেই বলছি পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য উভয়ের সঙ্গেই ইরান কাজ করে। কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে 'প্রাচ্যও নয়-পাশ্চাত্যও নয়' এই নীতিতে পরিবর্তন আসেনি।'

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমেরিকা অনবরত সরাসরি আলোচনার কথা বলছে। কিন্তু আমরা এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সরকার বিদ্যমান সুযোগ ও সামর্থ্যকে সর্বোত্তম পর্যায়ে কাজে লাগানোর পক্ষে বলে তিনি জানান।-পার্সটুডে

বিডি প্রতিদিন/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর