এক বছর আগে ঘটা সামরিক অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ ও যুদ্ধাপরাধে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা।
সোমবার ইউনাইটেড ন্যাশনস ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’র প্রধান নিকোলাস কৌমজিয়ান এক বিবৃতিতে এক কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট বিশৃংখলাপূর্ণ পরিস্থিতিতে দেশটিতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের সামিল। এ বিষয়ে তদন্ত হচ্ছে। সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/কালাম