রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে মূলত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারকে উৎখাত করতে। গতকালও রুশ প্রেসিডেন্ট খোলাখুলিভাবে এই কথা বলেছেন।
তিন দিক থেকে সামরিক শক্তিতে প্রতাপশালী রুশ আক্রমণের মুখে প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির। কিন্তু তা সত্ত্বেও দেশে ছেড়ে পালিয়ে যাননি তিনি। উল্টো সামরিক পোশাকে রাস্তায় নেমেছেন তরুণ এ নেতা।
রুশ আক্রমণের মুখে এমন বলিষ্ঠতার কারণে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্টের বিভিন্ন ছবি শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, পুতিন এই মানুষটাকে ‘কিংবদন্তি’ করেছে। ব্যক্তিগতভাবে আমি জানি না তার কি আছে। কিন্তু সর্বপরি নিজ দেশকে তিনি রক্ষা করেছেন যুদ্ধের ফ্রন্ট লাইনে থেকে। এই নেটিজেন জেলেনস্কির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।
শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কিয়েভের রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেশরক্ষার বার্তা দিতে দেখা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা সবাই এখানে রয়েছি। আমাদের সেনাবাহিনী এখানে, নাগরিকরা এখানে। আমরা সবাই আমাদের স্বাধীনতা, আমাদের দেশকে রক্ষা করছি এবং এই কাজ আমরা এভাবেই করতে থাকব।
এর আগে শুক্রবারএক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া যতই হামলা করুক, আমি দেশ ছেড়ে যাব না। রাশিয়ার এক নম্বর টার্গেট তিনি উল্লেখ জেলেনস্কি বলেন, আমাকে তাদের টার্গেটগুলোর মধ্যে এক নম্বরে রেখেছে শত্রুরা, দুই নম্বরে আমার পরিবার। তারা রাষ্ট্রপ্রধানকে শেষ করে ইউক্রেনকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চায়। আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেনেই থাকবে।
ভলোদিমির জেলেনস্কি একসময় জনপ্রিয় কমেডিয়ান ছিলেন। একটি টিভি শোতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট সেজে অভিনয়ও করেছিলেন। সেটিই বাস্তবে রূপ নেয় ২০১৯ সালে। ৭৩ শতাংশ ভোট পেয়ে দেশটির সত্যিকারে প্রেসিডেন্ট নির্বাচিত হন এ নেতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস, সিএনএন, বিবিসি
বিডি প্রতিদিন/কবিরুল