ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে- রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ার মেলিটোপোল সিটি দখলে নিয়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক ও ইন্টারফ্যাক্স-এর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
উল্লেখ্য, মেলিটোপোলে দেড় লাখ মানুষের বসবাস। এটি ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দর মারিউপলের নিকটবর্তী একটি মধ্য-আকারের সিটি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম