পশ্চিমারা সম্পর্ক ছিন্ন করলে কিছু যায় আসে না জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘পশ্চিমাদের সঙ্গে মস্কোর কোনো কূটনৈতিক সম্পর্ক দরকার নেই।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাপান টাইমস।
মূলত রাশিয়ার ওপর পশ্চিমা দেশগলোর এক ঝাঁক নিষেধাজ্ঞা দেয়ার পর এমন মন্তব্য করলেন তিনি। দিমিত্রি মেদভেদেভ আরও বলেন, ‘দূতাবাসগুলোতে তালা দেয়ার সময় এসেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভীষ্ট লক্ষ্য অর্জন হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে হামলা চলবে। যদিও পুতিন কী চান, তা স্পষ্ট নয়।’
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ। যদিও ২০২০ সালে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করেন পুতিন। বর্তমানে তিনি মস্কোর নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/শফিক