ইউক্রেনে তৃতীয় দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে দুই পক্ষের মধ্য তুমুল লড়াই অব্যাহত আছে। দুই দেশের এ উত্তেজনার মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধের জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বিশ্ববাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
টুইট বার্তায় দিমিত্রো কুলেবা বলেন, আমি বিশ্বের কাছে আবেদন করছি-রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিন। রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন, তেল নিষেধাজ্ঞা আরোপ করুন, তাদের অর্থনীতি ধ্বংস করুন। রাশিয়ার যুদ্ধাপরাধীদের থামান!
প্রতিরক্ষামূলক অস্ত্রের অনুরোধের পাশাপাশি, ইউক্রেনীয় সরকার মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বকে আহ্বান জানিয়ে আসছে।
তবে ইতোমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে রাশিয়ার উপর পশ্চিমাদের এ নিষেধাজ্ঞা এখন পর্যন্ত এই দেশটির জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন