ইউক্রেনের রাজধানী কিয়েভে পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বছরের এক শিশু মারা গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের রিপোর্টে বলা হয়েছে, এই শিশুটিই কিয়েভে সংঘর্ষে মারা যাওয়া সর্ব কনিষ্ঠ ব্যক্তি।
ওই বন্দুক হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জন কিশোরও আছে। ওখমাদিত হাসপাতালের এক চিকিৎসকের বরাতে এ তথ্য দিয়েছে সিএনএন।
এদিকে, এ পর্যন্ত অন্তত ৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সবিমিলিয়ে হতাহতের সংখ্যা অন্তত ২৪০। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন-ওসিএইচসিআর এ তথ্য জানিয়েছে।
কমিশনের রিপোর্টে আরও বলা হয়, রুশ ও ইউক্রেন বাহিনীর এই সংর্ষের কারণে অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ পানি ও বিদ্যুৎ সেবা বঞ্চিত হচ্ছে।
ওসিএইচসিআর বলছে, এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার ইউক্রেনের নাগরিক ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় গেছে, তাদের অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নেয়ার চেষ্টা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে ইউক্রেনের সরকার বলছে, রাশিয়ার সেনা অভিযানের ফলে দেশটির ৫০ লাখের বেশি মানুষ শরণার্থী হতে পারে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল