আগামীকাল ৩ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্থাবে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে, দেশটির ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ দাবি করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলেও পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী থাকবেন। খবর ডনের।
আজ শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শেখ রাশিদ পাকিস্তানের সংবিধানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন বিষয়ক ৯৪ নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে তাঁর স্থলাভিষিক্ত প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানাতে পারেন প্রেসিডেন্ট। এছাড়া অনাস্থা ভোট সফল হলে এরপর নিম্নকক্ষের নেতা নির্বাচনে ঠিক কতটা সময় নেওয়া উচিত, সে বিষয়ে সংবিধানে কিছু বলা নেই। তাই অনাস্থা ভোট সফল হলেও ইমরান খানই প্রধানমন্ত্রী থাকবেন।’
বিডি-প্রতিদিন/শফিক