যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা রন ক্লেইন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ হতে বহু দেরি।
স্থানীয় টেলিভিশন এবিসি নিউজে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
হোয়াইট হাউসের এই শীর্ষ কর্মকর্তা বলেন, আমার মনে হয় কিয়েভ এবং উত্তর অংশে যুদ্ধে ইউক্রেনীয়রা জয়লাভ করেছে। তারা যেভাবে যুদ্ধ করেছে তা বিশাল কৃতিত্বের বিষয়। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইউক্রেন সেনাদের সহায়তা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রায় প্রতিদিনই তাদের অস্ত্র পাঠাই।
রন ক্লেইন বলেন, পুতিন উত্তর অংশ থেকে সেনা প্রত্যাহার করে পূর্বাংশে নিচ্ছে তার বহু প্রমাণ রয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনীয়রা জয়ী হয়েছে। কিন্তু দুঃখজনক যে যুদ্ধ সমাপ্ত হওয়ার এখন বাকি।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল