আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মাদক নিষিদ্ধ করা নিয়ে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ডিক্রি ( আদেশ) জারি করেছেন। এতে বলা হয়েছে, এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। কেউ এই আদেশ লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ফসল ধ্বংস এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার অথবা পরিবহনও নিষিদ্ধ করেছে তালেবান।
গত বছরের (২০২১) আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। তাদের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবি ছিল, মাদক নিয়ন্ত্রণ।
তালেবান আফগানিস্তানে তাদের পূর্বের মেয়াদ ২০০০ সালের শেষ দিকে পপি চাষ নিষিদ্ধ করেছিল। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল
আফগানিস্তানে