ভোগান্তির সময়ও সাদা আর কালো মানুষদের সমান চোখে দেখে না বিশ্ব, এমন দাবিই করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু’র প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
তিনি বলেন, ইউক্রেনের যে মানবিক সহায়তা পাঠানো হয়েছে তার কিয়দাংশও অন্য সময় দেখা যায় না।
হু প্রধানের মতে ইউক্রেনে সহায়তা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর প্রভাব গোটা বিশ্বেই পড়বে। তবে ইথিওপিয়া, ইয়েমেন, আফগানিস্তান কিংবা সিরিয়ার দিকেও একই ধরনের সহায়তা ও দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কর্তা।
তিনি বলেন, ‘আমি জানি না ঠিক কবে বিশ্ব সাদা ও কালোদের দিকে সমানভাবে দৃষ্টি দেবে।’
টেড্রোস আধানম গেব্রেয়াসুস আরও বলেন, ‘আমি পরিষ্কার ও সততার সাথেই বলতে চাই বিশ্ব মানব প্রজাতির সবাইকে এক চোখে দেখে না। এক দল আরেক দলে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কথা বলতে আমার কষ্ট হয়। কারণ, আমি এমনটাই দেখছি। যা ঘটছে তা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল