ন্যাটোর তিনটি যুদ্ধজাহাজ সোমবার ফিনল্যান্ডের দক্ষিণপশ্চিম বন্দরে পৌঁছেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের চিন্তা করছে। এই অবস্থায় ফিনল্যান্ডের নৌবাহিনীকে প্রশিক্ষণ দিতে ন্যাটো যুদ্ধাজাহাজ দেশটিতে গেল।
ফিনিশীয় বাহিনী এক বিবৃতিতে বলেছে, দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৮ এপ্রিল শুরু হবে। প্রশিক্ষণে ফিনিশীয় জাহাজকে ন্যাটো রেসপন্স ফোর্সে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে। প্রশিক্ষণের মূল ফোকাস থাকবে ‘মাইন ব্যবস্থাবিরোধী’ নিয়ে কাজ করা।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন গত ১৩ এপ্রিল বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার দেশ ন্যাটো সদস্য হওয়ার জন্য আবেদন করবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। ফিনল্যান্ডের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল