তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের অন্যতম সমালোচক ওসমান কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এরদোগান সরকারকে উৎখাতচেষ্টার বহুল বিতর্কিত মামলায় গতকাল সোমবার তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।
অভিযুক্ত ওসমান একজন ব্যবসায়ী ও সমাজকর্মী হিসেবে পরিচিত। ২০১৭ সাল থেকে তিনি কারাগারে বন্দি আছেন। পশ্চিমা বিশ্ব ওসমানকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিলেও তাতে কোনোরকম কর্ণপাত করেনি এরদোগান প্রশাসন।
তিন বিচারকের এই প্যানেল একই মামলার আরও সাত আসামিকে ১৮ বছর করে কারাদণ্ড দিয়েছে।
ইস্তাম্বুলের একটি উচ্চ নিরাপত্তার কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারের সময় আদালতে যুক্ত হয়েছিলেন কাভালা। তিনি এ রায়কে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। ওসমান বলেন, ‘রাজনৈতিক ও আদর্শিক কারণে এই ষড়যন্ত্রতত্ত্ব দাঁড় করানো হয়েছে।’
এই ঘটনায় যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ও মানবাধিকার সংস্থা নিন্দা জানিয়েছে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল