রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে তাদের সামরিক অভিযান নিয়ে হালনাগাদ তথ্য (আপডেট) প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যে একরাতে তারা ৫০০ সেনা হত্যার দাবি করেছে।
রাশিয়া আরও দাবি করেছে, উচ্চ নির্ভুল বিমানভিত্তিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে কারকিভে দুইটি গোলাবারুদের কারখানাও ছিল।
এছাড়া তারা ৫৯টি সাঁজোয়া যান, দুটি এস-৩০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেনের ১৩টি ড্রোন ধ্বংস করারও দাবি করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব দাবি করলেও সংবাদমাধ্যম গার্ডিয়ান স্বতন্ত্রভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল