যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে জয়ী করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
মঙ্গলবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিত্রদেশগুলোর সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। জার্মানির মার্কিন এই বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সঙ্গে ইউক্রেনকে কিভাবে প্রতিরক্ষা সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন প্রধান এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়া ইচ্ছার বশে যুদ্ধ করছে এক ব্যক্তির কামনা চরিতার্থ করার জন্য।
ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, তারা গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেন বিশ্বাস করে তারা জয় পাবে। ইউক্রেনের মতো এখানে যারা আছে তারাও তেমনটি বিশ্বাস করে। এ সময় তিনি বলেন, ইউক্রেনের এখন আমাদের সমর্থন প্রয়োজন, যুদ্ধ শেষেও প্রয়োজন হবে।
রাশিয়ার আক্রমণ এবং হত্যাযজ্ঞ অ-সমর্থনযোগ্য মন্তব্য করে তিনি বলেন- তারা হাসপাতালেও বোমা নিক্ষেপ করছে, শিশুরা ট্রমাটাইজড হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল