চীনের মনুষ্যবিহীন আকাশযান ড্রোন নির্মাতা কোম্পানি ডিজেআই টেকনোলজি সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম কোন চীনা বড় কোম্পানি রাশিয়া ও ইউক্রেনে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিল।
বিশ্বের সর্ববৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে ব্যবসা কার্যক্রম বন্ধ রাখছে।
আজ বুধবার প্রতিষ্ঠানটি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, ‘কোনও বিশেষ দেশ নয়, আমরা আমাদের মূলনীতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।’
সংস্থাটির দাবি, তাদের ড্রোন কোনও ক্ষতিকর কাজে ব্যবহার হবে এমনটা তারা চায় না। তাই তারা রাশিয়া ও ইউক্রেনে ড্রোন বিক্রি বন্ধ রেখেছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল