রাশিয়ার বড় জ্বালানি কোম্পানি গাজপ্রোম জানিয়েছে, বুলগেরিয়া ও পোল্যান্ডে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের মূল্য শোধ করতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগেই বুলগেরিয়া ও পোল্যান্ড জানিয়েছিল, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে রাশিয়ার কাছ থেকে তারা আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে।
আগে থেকেই ‘অবন্ধুসুলভ’ দেশগুলো রাশিয়ার গ্যাস বা তেল কিনলে তার দাম রুবলে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। সেই ঘোষণা অনুযায়ী পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার সকালেই বুলগেরিয়া ও পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার খবর পাওয়া যায়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল