পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হয়েছে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে। প্রধানমন্ত্রীত্ব হারানো ইমরানকে নিয়ে এবার আক্রমণাত্মক মন্তব্য করলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
তিনি বলেছেন, ‘পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এতটাই মরিয়া ছিলেন যে, তিনি তার পতন ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর কাছে ভিক্ষা চেয়েছেন।’ গতকাল মঙ্গলবার রাতে লাহোরে এক শ্রমিক সম্মেলনে মরিয়ম নওয়াজ।
তিনি আরও বলেন, শুধু সেনাবাহিনীই নয়, ইমরান খান সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ব্যাপারে সাহায্য করার জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানে ক্ষমতার পালা বদল হলেও রাজনৈতিক অস্থিরতায় চরম সংকট তৈরি হয়েছে।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক